প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 29, 2025 ইং
মির্জাপুরে তিন সন্তানের জননী গোলাপী হত্যা মামলায় আরেক আসামী হবু মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব

টাঙ্গাইলের মির্জাপুরে তিন সন্তানের জননী গোলাপী বেগম হত্যা মামলায় মো. হবু মিয়া (২৯) নামে আরেক এক আসামীকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র্যাব-১৪। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র্যাবের ক্যাপ্টেন তৌহিদুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল নাগরপুর উপজেলার রাথুরা নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা করে। গ্রেপ্তার হবু মিয়া নাগরপুর উপজেলার রাথুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে মির্জাপুর পৌর এলাকার বাওয়ার রোডে ফজলু মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থেকে টমটম চালাতেন। রবিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১৪।
মির্জাপুর থানা উপ পরিদর্শক (এসআই) সানাউল ইসলাম জানান, দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে বিচারক তাকে জেল হাজতে পাঠিয়ে পরে আদেশ দেয়ার দিন ধায্য করেন। এর আগে এ খুঁনের ঘটনায় গত ১ নভেম্বর দুপুরে গোলাপীর স্বামী আব্দুল কাদের মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। আব্দুল কাদের পৌর এলাকার পুষ্টকামুরী গ্রামের গফুর মিয়ার ছেলে। বর্তমানে সে টাঙ্গাইল জেল হাজতে রয়েছেন।
গত ২৩ অক্টোবর সন্ধ্যায় তিন সন্তানের জননী গোপালী বেগম সদরের বাওয়ার রোডে তাঁর বাবা বিশু মিয়ার বাসা থেকে নিখোঁজ হন। নিখোঁজের তিনদিন পর গত ২৬ অক্টোবর সকালে মির্জাপুর থানা-সংলগ্ন বারোখালী খাল থেকে হাত-পা বাঁধা তাঁর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গোলাপীর পিতা বিশু মিয়া অজ্ঞাতনামাদের আসামী করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) সানাউল ইসলাম বলেন, সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার হবু মিয়াকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য উদঘাটন করা হবে বলে তিনি জানান
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com